তুমি কেমন করে মন্থন কর হে রমণীমোহন
অনায়াস উপনিষদ হৃদয়
শব্দ-ব্রহ্মান্ড কমন্ডলু উপচানো স্রোতে
আনে জলপ্রপাত
কেমন করে জলে ছোঁয়াও দাবানল
হিমবাহ থেকে চয়ন কর নীলপদ্ম
পাপড়ি-স্পর্শে গর্ভধানীকে দাও
কুসুম জন্ম
তুমি কেমন করে মন্থন কর হে রমণীমোহন !