সদ্যোজাত শৈশবের সম্মুখে তুলে নাও আঁচল
হে প্রভু
তাকে ফুটতে দাও ছূটতে দাও
আজন্ম জরায়ুজগতে কলু্ষবিহীন বাত্সল্য
বেঁধে রেখেছে তাকে মায়াময় তমসায়
খুলতে পারে নি চলতে পারে নি
দু'চোখের নিঃসীম আগলে এক অন্য আলোকের
ভ্রূণবেলা
শৈশবের সম্মুখে আলোক সমুদ্র
ভাসিয়ে দিয়েছে অনন্ত বহির্জগত
তোমার পেতে রাখা এ আঁচল
আঁড়াল করেছে তাকে উন্মুক্ত আঁখি থেকে

সদ্যোজাত শৈশবের সম্মুখে তুলে নাও আঁচল
হে প্রভু তাকে দেখতে দাও -