ঐ জায়গা অন্য কারো জন্যে নয় যে
চারদিকে ফুল ফোটাও তুমি
গন্ধ ছড়াও
আল কেটে কেটে জল দাও যত্ন দাও
তবু মধ্যখানের ঐ জায়গাটায় ঘা দিয়ে
একখানি বাঁশ পুতে দাও আছোলা
আমি ন্যাড়া খেত থেকে কুড়িয়ে আনবো নাড়া
ছেঁড়া ত্যানা-ন্যাকড়া যা জমানো আছে প্যাঁচাও
দড়া দড়িতে বেঁধে বেঁধে ভেতরের নরমটা শক্ত হলে
খুঁজে দেখো আনাচে কানাচে মাটির হাঁড়ি গালফোলা
স্তূপাকার আবর্জনার ভিড়ে
চুন লাগাও কালি লাগাও মু্খ আঁকা হলে
পুরো আমি হয়ে উঠবো
ফুলবাগানের নিঃসঙ্গ কাকতাড়ুয়া -