কয়েকটি বাছাই চোখা শব্দের বারুদ
কিছু মশল্লা গয়না এলিজি
বা স্যাটায়ারের কাঁটা পেরেকে
ভাঙ্গা কাচ মরিচগুড়োর মেটাফোর
রজ্জুতে পেঁচিয়ে পেঁচিয়ে
অথৈ বুনোট
একসঙ্গে গেঁথে অসম্ভব টান টান হলে
একটা আগ্নেয়াস্ত্রের ফর্মুলা হতে পারে
শরীর অটুট রেখেও যার বিস্ফোরণ
ছিন্নভিন্ন করে দিতে পারে অন্তর
নিন্দুকেরা একে বোমা বললেও
রসিকজনা কবিতাই বলে থাকে !