ইমেল খুলে পড়ি -
তোমার বুকের কাছে বিস্ফোরণ হয়েছে
আজ সকালে , কালান্তক যম বেঁধেছে বাসা
সমুদ্রের প্রাচীর -
মায়ের হাতের তুলসিমঞ্চে দাগ লেগে আছে নির্নিমেষ
রমনী রায়ের বাঁশীর পঞ্চম ভেদ করে না আর
ভেতর বা বাহির-
মাদারীর রোম-কাঁটা খেলা চোখ বুজেই দেখতে পাই
ইমেল খুলে পড়ি -
অনন্যা চ্যাটুজ্যে এখন আর কবিতা লেখে না
পুত্র তার বোস্টনে থেকে সূর্যবলয়ে আড্ডা মারে
মাধুরীমালঞ্চ জড়িয়ে আকাশ কন্টকময়
অনন্যার এখন ফুটপাথে কাটতেই চায় না দিন
ইমেল খুলে অনেকক্ষণ
লাউডগা মন আকাশ খোঁজে গন্ধ খোঁজে
একটু সুর আর গান কোথায় ক্লিক করলে
পেতে পারি ,
কেউ আছো যে বলে দেবে মরূকে -