চিটে গুড় বালি
ফুলকো গলি
লাল বাতাসা
অন্ধকার মই
গোল গোল কথা
নিচে নামা সিঁড়ি
গোলক ধাঁধা
এখানে কে কই
যে আছে
গাছ আছে শকুনের কঙ্কাল
শাল পাতা
ফুটিফাটা আলো
ফুটো স্বপ্ন যায় দিন
ফনা তুলে হারা
হেরে যাওয়া ক্লান্তি
শুধু এলোমেলো
এখানে কাব্য কই !