পরিমাণ মতো ছানা , ময়দা , চিনিতে চিনিতে ময়াম ;
পরিমাণ মতো জল , পরিমাণ মতো তাপ , আকারে আসা
সুন্দর রত্নটিকে পরিমাণ মতো সিরাতে নিমজ্জন ,
যার বিন্দু বিন্দুতে সুস্বাদু রস । এভাবেই ময়রার হাতে
কবিতা হয়ে ওঠা , পদে পদে যার পরিমিতি বোধ বিস্ময়কর ।
গায়ে গায়ে লেগে থাকা গোল্লাগুলো তবুও দলছুট
একেকজন একাই একশো ।