তোমার কাছে এলাম মানে
নদীর কাছেই এলাম । নদীর গভীরতা
মাপা সেচ বিভাগের কাজ । আমি জল ছুঁয়ে
আকাশ মাপি । দোলা নৌকোর কালো ছায়া
স্রোত ভেঙ্গে ভেঙ্গে চলে । হিংসেও ভেঙ্গে আকাশ করে ।
ঝুঁকে পড়া বুড়ো বটের অজস্র পত্র না জানি
কোন কোন ঠিকানায় ঘর বাঁধবে বলে নিরুদ্দেশ ।
তোমার পাড়ে এক ঈশ্বরের জন্ম
অন্য ঈশ্বরের মৃত্যু নদী তোমাকে প্রেয়সী করেছে ।