ঐ যে অশোক দেবদারু দাঁড়িয়ে
ওর নাকের ফুটোয় আঙ্গুল চালিয়ে দেখো
কত গাদ জমেছে
বড় বড় হস্তিকর্ণ যে সেগুনবৃক্ষ -
তার কানে কাঠি করে দেখো
কত ধুলো বালি কাদা জমে অধঃক্ষেপ ,
দিন যায় যুগ যায়
ঢলে পড়ে হলুদ আমলকি
খোলের দুর্গন্ধে ঘরময় এই পরিসর
ইচ্ছে করে
নদীতে লাশের মত শুইয়ে দিই চিৎ
নাঙ্গা করে নিজেকে আচ্ছা করে ধুইয়ে দিই
আপাদমস্তক !