অনেকদিনের এই অজগর পথ
নিঃসাড় শুয়ে আছে আজন্ম দেখা
তার উত্তর তার দক্ষিণ
তার পুব তার পশ্চিম -সব চেনা আশৈশব
কোথায় ঢেউ এসে দাঁড়িয়ে পড়েছে
কোথায় ছাল উঠে উঁকি মারছে খাল
কোনখানে নুড়ি গুড়ি গুড়ি বিছিয়ে আছে
তার কোথায় তিল তার কোথায় তাল
জানা আছে আমার
কখন গনগনে আঁচে সে গলগলিয়ে ঘামে
নিশুতি রাতে কখন নিশি আসে নেমে
তাও জানি
জানি অনেকদিনের এই অজগর পথ
নিঃসাড় শুয়ে আছে আজন্ম দেখা
তবু সব কি চিনেছি
এই চেনা পথের
এক একা অচেনা পথকে
বারংবার চেনার চেষ্টা আমার -