এখন বর্ষা
ভরা মৌনতা রেখে দিলাম
এখানে
জল ফুটে থাকে পাতার তলায়
গরম ভাপ
গায়ে লাগে
বৃষ্টি ভাঙ্গে সলজ্জ মৌনতাকে

এ যে প্রেমের দোষ -