এই নগরীর কোথাও কোথাও আজ
সর্বজনীন পুজো ছিল
কানায় কানায় শনিবার কিনা
শুনেছি বারপুজোতে ডাকা মানা
তবু পুজোয় পুরোহিত দল বেঁধে বসলেন
নৈবেদ্য ধুপধুনোর ধোঁয়ায়
মুখ লুকোলেন কোথাও কোথাও
সর্বজনীন দেবী
সব ফেলে পুজোও হল
ভূমিকম্প হলও অনেকটা স্কেলে
যা হল বেশ হল কি
ভূমিকম্পে কোথাও ফাটল ধরলে
দেখতে পেয়েছো কি !