চোখখানি সাদা পাথরে বাঁধানো
সেখানে এক নীলজলের গভীরতায়
দু'খানি পদ্মের পাতা মাঝে মাঝে ঢাকে
ভীরু প্রেম
কোজাগরী চাঁদ সব রং ঢেলেছে দন্তপংক্তিতে
তুলসীভোগ ধানের পাকা ঘ্রাণ মাখা ঠোঁটে
ঊষসী আকাশ থেকে নেওয়া লালাভ ললাটে
তার লাজুক গাল
গোধুলির উড়ন্ত ধূলির মতো চুল
থই থই গাভুর নদী কচি নেবু নেবু গন্ধে
এই জোছনা যদি হাসে
এই নীলজল যদি ডাকে নীরবে
এই নদী যদি ছিনালী করে চুপিসারে
গোপন রক্তক্ষরণ নিশ্চিত হবে
এই আমি আবার স্বেচ্ছায় নীলকন্ঠ হবো !
* ২২/১২/১৯৮৩