ঘাটে বাস যারা করে
নদীয়ালি ভাঙ্গনের বুক ভাঙ্গা শব্দ
খুব চেনে
মধুপুরের তোর্ষা সারা বছর ভাঙ্গছে
ব্রহ্মপুত্র ব্রাহ্মণী গন্ডক ধলেশ্বরী
ভাঙ্গতে জানে সবাই
পদ্মা তো ভেঙ্গেছে অনেক কাল
দামোদর ছেড়ে বলে না
কালজানি ভেঙ্গেছে এই তো সেদিন
এই সব ভাঙ্গন ভুক্তভোগীরা চাই না
থেকে যায় চিরস্থায়ী দাগ
কোন থেরাপি নেই ভুলে যাবার
যখন কোষ্ঠ কঠিন হয়
রাজ্যের বরফ বাসা বাঁধে নাকের ভেতর
বগলে জন্মায় আগুনে কার্বঙ্কল
জোলাপের উদ্যোগ
নাক বেয়ে নেমে আসা পাকা মাখন
বিস্ফারিত ফোঁড়ার লালাভ লাভার ভাঙ্গন-
সেও এক পরম আরামের
যা ভুক্তভোগীরা বারংবার চায়
গণতন্ত্রের ভাঙ্গনকে কোন পর্বেই রাখতে পারি না -