শ্রমণা কী ভালো জানে মহাভারতের শাখা প্রশাখা
মুঘল সাম্রাজ্যের উত্থান পতনও তার নখ চিত্রে
শ্রমণা আমার বন্ধু ,
তার এই গভীরতা আমাকে অবাক করে না ;
একদিন সে এঁকেছিল বীত্রিচের পোট্রেট অবিকল
দান্তে যেমনটা দেখেছিলেন দিঘীর ঘাটে হঠাৎ
শ্রমণা আমার বন্ধু ,
তার এই গভীরতা আমাকে অবাক করে না ;
ফ্রয়েডকে গুলিয়ে খাইয়ে দিয়েছিল সে
তত্ত্বকথারা চেতন অচেতন অবচেতনে
শ্রমণাকে ভেতরে ভেতরে একটা বেদী দিয়েছে
শ্রমণা আমার বন্ধু ,
তার এই গভীরতা আমাকে অবাক করে না ;
কম্পাঙ্কের ওভার ল্যাপিংও সে জানে
জানে কতটা দূরত্বে প্রতিধ্বনি তৈরী হয়
শ্রমণা আমার বন্ধু ,
তার এই গভীরতা আমাকে অবাক করে না ;
কার্বনের কি বন্ডে জন্মায় এলকোহল
কি উচ্চতায় উড়লে চিলের ছায়া থাকে বায়ুতেই
শ্রমণা তাও জানে
শ্রমণা আমার বন্ধু ,
তার এই গভীরতা আমাকে অবাক করে না ;
সে যেমন প্রোথোরাসিক গ্যাংলিয়নকে জানে
তেমনি চেনে পর্নো সাইটগুলিকেও
শ্রমণা আমার বন্ধু ,
তার এই গভীরতা আমাকে অবাক করে না ;
ফ্যালাসিতে ডুবে যেতে যেতে
কেবল মাঝে মাঝে চুপসে যেতে ইচ্ছে করে !