বৈশাখী আলপথে ভারসাম্য রেখে চলতে চলতে
পৌঁছে গেছে কখন অবসন্ন চৈতির শুয়ে পড়া বিকেল
শুকনো লাল লঙ্কার নির্বাচনী ঝাঁঝ বলিরেখার পরতে
কোমর থেকে খুলে আসে জড়িয়ে থাকা জড়িসাপ
বন্যাত্রাণ একশোদিনের কাজ আর বছরকি নির্বাচন
তবু ভারসাম্য রেখে হাঁটতে হাঁটতে ছুঁয়ে যায় ব্যথাতুর শ্রাবণ
ভরযুবতী অঘ্রাণ থেকে পাঁচমিশেলী চড়কের দোল
আবার বৈশাখী আলপথে ভারসাম্যের পুরনো খেলা
পচা বলিরেখাগুলো ফেটে বুক ফাটা চৌচির
পা নেমে যেতে চায় আলপথ থেকে কখনো গাঁয়ের মাঠে
কখনো রবি ঠাকুরের ভেলায় বা কখনো বটঝুরির ইচ্ছেয়
পা নেমে যেতে চায় ভেজা বালুর স্তন থেকে
আঁকা বাঁকা নদীর স্রোতে যেখানে সুন্দরী শরীরী ডাক
তবুও বৈশাখী আলপথে ভারসাম্য রেখে হাঁটতে হাঁটতে
আমার অসীম হারিয়ে যাওয়া এক বৈশাখ থেকে
আরেকটা বৈশাখের ভারসাম্যের খেলায় -