শূন্য এক সূচক সংখ্যা
মহাজাগতিক বুদবুদের ভেতরে থাকা
এক নতুনতর অধ্যায়
ফসল এভাবেই হয়
ধান থেকে ধান
প্রাণ থেকে নবতম প্রাণ
কিস্যুটি নেই তবু সব আছে
মূলত্র গেছে সিঁড়ি ভাঙ্গা অংকের কাছে
তারপর মহাবৃক্ষ একদা
সৃষ্টির মধ্যে গুপ্ত একক দশকের কথা
শত সহস্র কম্বিনেশন করার পর
যাহা বাহান্ন তাহাই তিপ্পান্নের গড়বড় ।