কাবলী ঘোড়ার সেকালে খুব নাম ডাক ।
শরীর বেয়ে তেল গড়ায় তাদের । হাঁটলে
টকাট্টক করে খোয়া-বাঁধা রাস্তা । কালো কেশর
ঝাড়লে বৃষ্টি ছড়িয়ে পরে । এমন এক ঘোড়া কিনেছিলেন
আকবর শাহেনশাহ । একশত দিনারে এক দিনার দরে ।
আফঘানি পাঠান বাকিগুলো আর দিয়ে যায় নি সেদিন ।
এই বাকি ঘোড়াগুলি ফেরিয়ালা তাড়িয়ে বেড়ায় :
ঘোড়া কিনবে গো , সস্তা ঘোড়া । ইরানে শুনছি
গাধাকে জেব্রা দেখায় ।
এরা কী কাজের ? এখন তো আর অশ্বযুগ নয় ।
তবু যে কেনার সে কেনে । অশ্বমেধ হবে হয়তো !