গৃহহীন অনেক দিন
না ছাদ না চাঁদ , না বন না মন
না সমুদ্রের ছোঁয়া ঢেউ , না রোদ্দুর মাখা ছায়া
ছাঁদ নেই , মায়া নেই , শিশিরে ভেজা শিষ নেই
বেলা গড়াতে গড়াতে শীতের কাঁপন ডেকে নিচ্ছে অন্ধকার ,
এবেলা গুরু চাই এক , ওস্তাদ মিস্ত্রি দেবে ঘর ,
অক্ষরে অক্ষরে গাথা থাম , শব্দ রঙ্গের দেয়াল
বিজলিহীন গ্রামের নির্ভেজাল জোছনার ছাউনি
মেঝেতে শুয়ে থাকা মহাসাগরে পা দুলিয়ে ভেজাতে ভেজাতে
গলা ছেড়ে গেয়ে উঠবো মায়ের ঘুম পাড়ানি গান ,
একটা আশ্রয় পেলে বেলায় বেলায়
অনেকটা পথ হাটা যেতে পারে আরো ।