কি অশ্লীল -
মাংসহীন মেদহীন জড়াজীর্ণ জীব
পেটের চামড়ায় আজন্ম ক্ষুধা
ব্রহ্মলিপি কাহিনী
পাঁজরার হাড়গুলো শুকিয়ে কাঠ
এ কী অশ্লীল পাঠালে -
ভালো করে মিলিয়ে নাও
বলিরেখা ছোঁয়া পায়নি কোন চুম্বন
কুখাদ্যে ছোট জিভ
হাজার বছরের জল
চোখের কোণে ঝলমল করে
কোন পর্দা পড়ে নি সেখানে আজও
শুধু দিগন্তজোড়া উজ্জ্বল দৃষ্টিহীনতা
এ কী অশ্লীল পাঠালে -
সরিয়ে দাও এই নোংরা ছবি
কেবল অতল ক্লিভেজের রূপসী সাজাও
গালফোলা চোখে যে তীরবিদ্ধ করবে
বিমানবন্দরের বিস্তীর্ণ ছায়াপথ
নইলে এত চকচকে উন্নয়ণ
হাজার কোটির ঢাকঢোল
ডুবে যাবে ডুবে যাবে ঐ গভীরে -
বলিরেখার ছবিগুলো আড়ালে রাখো
সাদা কাপড়ে ঢাকো
বা বস্তিতে
রাজপথ হেঁটে যাবে হস্তিতে
বা মস্তিতে
তা নয় ,
কি সব অশ্লীল ছবি পাঠালে আমায় !