সেদিন সকাল হয়তো এমনই সাধারন ছিল -
এমন কুয়াশা ভেজা ঘাস নুয়ে ছিল মাটি
রাতের বিশ্রাম শেষে নরম তাপে আড় ভাঙ্গা
একা পড়ে থাকা শীতকাতর পথ
নিঃসঙ্গ শিমুল উদাসী হাওয়ায় উন্মনা
তুমি এলে আঁচল উড়িয়ে হরিণ-চোখে
বুকের উপর পা ফেলে ফেলে
কোথায় যেন বাঁশি বেজে উঠলো
ঘাসের দল মনে হল খেলছে শিশির
দম বন্ধ করে শুয়ে কুয়াশাগন্ধের পথ
হাওয়া যেন উত্সাহী আরও কয়েকগুণ
ইট কাঠ ঘাস মাটি হাওয়া বাতাস - সব অসাধারন
অসাধারন উজান তোমার চক্ষুশর
আমার আপাদমস্তক -
তোমার বাতাস আমার গায়ে গায়ে লেগে
সেই সব দিন এখনও ফিনকিতে ফিনকিতে
সব অসাধারন করে রেখেছে আমার !