তারপর থেকে দেখলেই
ভিতরে মোচড় দিয়ে ওঠার
একটা কড়কড়ে আওয়াজ পাই
সেদিন যখন দেখা হল
অনেক দিনের পর
ঘাম-ঘাম আঠা-আঠা ভিড়ের ভিতর
অদ্ভুত দেখা তোমার ধারালো নাক
তীব্র তোমার আঁচলের মায়াময় সৌরভ
এখন তো পাঁচ বসন্ত পেরিয়ে
সন্ধ্যারতির ধুপ-ধুনোর বেলায়
তবু কতটা উজ্জ্বল
ঐ নিয়নের আলোগুলো
ছায়া ছাড়িয়ে যেতে পারে
এখনো কয়েক ক্রোশ
দোষবিহীন অতীত
দাগবিহীন মেঘাঙ্গী কেশ
আমি অবাক হয়ে রই
হারিয়ে ফেলেও একা কই
ভরা পৃথিবী আমার
আর তুমিই একা
তেজস্বী একা দাঁড়িয়ে বিপন্ন স্রোতের পাশে
শেষাংশে এসে তাই এখনো
ভিতরে মোচড় দিয়ে ওঠার
একটা কড়কড়ে আওয়াজ পাই -
যে আওয়াজে ভাঙ্গতে শুরু করে
আমার চতুর্দিক !