পাকদন্ডী ধরে অসময়ের আবর্তে
তোমায় দেখি নি বন্ধু
অংক মিলিয়ে মিলিয়ে দেখেছি
চার শুধু দুয়ে দুয়ে হয় -
জ্যামিতিক ব্যঞ্জনাগুলি একা
অপেক্ষা করে ক্লান্ত
শব্দময় হয়ে ওঠার অপেক্ষায় ,
পাকদন্ডী ধরে অসময়ের বৃত্ত থেকে বেরিয়ে -
দেখেছি বিভঙ্গ ক্যানভাস -
হয়তো আরও রং ধরানো যেত
আকুতির আরও কত ফুলের সুবাসে
আমার চিত্রগুলো বন্ধু হতে পারতো দুয়ে দুয়ে চার
হয়তো পাকদন্ডী আর অসময়ের আবর্তের অংকে
সময় একদা ফুরিয়ে গেলেও ;
আজ এই বিকেলে পৌঁছে
কিই বা আমার যায় বা আসে ।