নৌকার পাটাতনে বসার শখ  থাকলে
বসো
পা দোলাতে চাও কবি ?
পেন্ডুলাম করো
ভুলেও পা ভিজিও না
দাঁতের ছবি দেখিয়ে দেবে পিরানহা
কবিতার জন্যে আছে আকাশ
শরতের মেঘ বর্ষার অবিরাম
ডাঙ্গার ঘাস কাশ‌
নদী টেনে নিয়ে যাবে অতলে
তার নিজের প্রয়োজনে
আকাশকে আকাশই ভাবো
কুসুম ভাবতে যেও না কবি
কবিতা ডুবে যাবে হাতের বাইরে