মেঘলা দুপুরের রোদ্দুর তোমার উঠোন ছুঁয়ে আসবে।
একটা মেঘরঙা আকাশ আর জলরঙ্গা ফড়িং
দুটো ঠোঁটের চুমুক ছুঁয়ে বলবে,
চলো ভালোবাসি!
একটা চিহ্ন রেখে আসবো তোমার ব্যাকুল হৃদয়ে,
যেখানে কান্না ভাঙার বাঁধ মানে না,
একটা আস্ত লুকোনো মন নিয়ে লুকোচুরি খেলার গহন ঘন শ্বেত শুভ্র দিকশূন্যপুর ছড়িয়ে দেবো,
যেখানে অমিল হবে উষ্ণ অভ্যর্থনা!
তোমাতে আমাতে আর মিলবে না ফুরসত, যন্ত্রণা ছাড়াই যন্ত্র হবো সময়ের অকুল পাথারে!
জিনিয়া ফুলের মালা গেঁথো -
রঙিন নুড়ির আচ্ছাদন হলে-ও বিরহ গাঁথবে না।
মাধবীর স্পর্শে আগুনের নিস্তব্ধ পরাগে বেআব্রু বাসি আঁচলের নোঙর অবলা খাঁচায় বন্দী হবে।
কূহকের অধরা আঁধারে ঝুম বৃষ্টি বুঝি মর্মরে আহত,
তবে শুধু আমি কেন?
নেশার চোখে তাকিয়ে দেখো-
মন খারাপের ইতিকথায় বুকের বাঁ দিক থেকে ছিঁড়ে পড়ে ছাতিমের সোঁদা ঘ্রান।
আমরা সকলে দগদগে বেদনার মধ্যদুপুর।
ক্ষত-বিক্ষত উল্কার হল্কা ঘেঁষে বসে রামধনুতে,
প্রান নেই....
তবুও আছে...
একটা হৃদয় গড়ুক.... ভালোবাসাবাসি হোক।