দুরত্ব বাড়ার সংগে যন্ত্রণা বাড়ার ও বেশ সহযোগিতা,
যন্ত্রণা বাড়ছে,দুরত্ব ও...
একবারও বললে না - ভালোবাসি'!
সরে যাচ্ছো দূরের ও-ই শুষ্ক সমতলে,
যেখানে খটখটে লাল পাহাড়ের মেঘ ছুঁই ছুঁই শ্রাবণ আসে না-
বালি ঝড়েই কাঙ্গাল হয় বৈশাখী,
নেই কোন ভেড়ি, নেই কোন নক্ষত্রের ল্যাম্পপোস্ট!
ঠিকানায় বাউলা হওয়া মধুর মিনতি -
তোমার হাতে হাত রেখে দেখেছি সে-ই কবে কখন যেন আমাদের দেখা পেলেই অসুখ ছাড়বে একদিন।
ছেড়ে চলেছো অসীমে প্রাণমন লয়ে বামাচারিনী বামাটির প্রস্তুতকৃত পেয়ালা ওয়াইন নিষিদ্ধ ঘন রাত্রিতে।
হাতে পায়ে বসন্তদিনের যন্ত্রনা তে বেশ মধুরতা মেখে চলেছি,
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে কষ্ট গুলো, তুমি নির্বিকার..
তুমি তো আসলে স্মৃতি,
তুমি তো আসলে --- সেদিন ...
তুমি আছো বলেই তোমার দেখা হোক তীর্থস্থান বা অন্যতম মরুভূমির প্রখর রোদে!
তুমি আসলে ভীষন ভালোলাগা তমসা,
তুমিই সে-ই অগোছালো রাত্রির নিস্তব্ধতা,
চাপা বিদীর্ণ কান্না,
তুমি এক বিষম স্মৃতি..
তুমি যদি না-ই বা এলে, নিপুন সরিসৃপের মতো নি:শব্দ পরিব্রাজক হয়ে নিরর্থক বোকামি গুলো পাশে ফেলে গেলে।
তুমি যে আসলে যন্ত্রণা,
তুমি কষ্ট পেলে- তবুও বললে না ---' ভালোবাসি '।
............................

✍️ রীতার কলমে।