কিভাবে বোঝাই......
তুমি আছো তাই সুর ঝড় ছন্দ সব নৈশব্দতা মোহিত হয়ে থাকে।
তুমি আছো তাই- সমস্ত বিকৃত স্মৃতির পাহাড় কঠিন শীতল হয়ে আছে অস্তিত্বের বিষাক্ত ভূমিতে।
তুমি আছো বলেই তোমার বুকে মাথা রেখে হৃদয়ের নির্মল বাতাসের গন্ধ মাখি।
তোমার সব গল্পেই আমি...
শুধুই অনুভূতি বিভোর প্রলয়ঙ্কারী তীব্রতা।
রোমান্টিকতার পরিচয়ে মেঘেরা ও ভাঙতে থাকে।
বালিশের জলভরা অসময়ের জ্বরটা আর আসেনি কখনো।
তুমি -ই আমার গানের কথা, হ্যাঁ, তুমি তো সেই....
অস্থির তোলপাড় জীবনের স্নিগ্ধ শান্তি, অলৌকিক অভ্যেস!
তোমার কথাতেই গানের কলি রিনিরিনি সুরে হৃদয়ে ঝংকার তোলে নির্মেঘ খুশির তুলিতে!
কি করে বোঝাই.... তুমি না থাকলে দু:খগুলো ভীড় করে আসে এক দিঘিজল, পেঁচিয়ে বসে হিংস্র ময়ালের মতো!
তুমি না থাকলে আকাশের গায়ে রঙ খেলে না,
বৃষ্টি আসে না...
সবুজ বছর দেখি না অনন্ত মহানভে -
তুমি ভালোবাসলে আমি আমি হয়ে উঠি,
শুধু তুমি আছো বলেই আমার হৃদয়ে ঝড় ওঠে...
কবুতরেরা বকম বকম করে..
ঠোঁট ছুঁয়ে যায় নি:সংকোচে,
সমাপনী অপেক্ষা টায় সূর্যমুখীর এক ঝলমলে বিস্তৃত মাঠ,
তুমি আছো তাই..
বেঁচে থাকার....
ভালোবাসার....
এ পৃথিবীর রঙে রংধনু মাখার...
নিজেকে খুঁজে পাওয়ার স্বপ্ন আসে নিভৃতে,
শুধু তুমি আছো বলেই....।