কতটা পথ ঘুর্নিঝড় আসবে?
এই যে হঠাৎ হঠাৎ করে চলে আসো তুমি,
নিরবতা থেকে লজ্জা চুঁইয়ে পড়ে না?
বুকের বাঁদিকের রক্তপিণ্ড টাও কনকন করে নির্লজ্জতায়!
চেয়ে দেখো পাহাড়ের নুড়ি গুলো ও কাঁদছে, যদি নদী চলে যায় চিরতরে!
কি করে গাইবে ঝর্না,সুর ধরবে কি করে সবুজ কচিপাতা?
বাদামী শুকনো নিথর নদীতে রঙিন নুড়ি গুলোয় ধুলো জমবে, স্মৃতি নেই ওদের-
তবুও প্রানোচ্ছল হয়,কলকলে ঝর্না নামলে!
তুমি ভাবছো তুমি একি' করলে? কি আকর্ষন ক্ষমতা?
শুধুই তুমিময় হয়ে রইবো?
না গো...
তা কখনো হয় না।
শরীরে লাল অগ্নুৎপাত অবিরাম মধুর হলে
সময়ের মত মন ও প্রবাহে আমিত্ত্ব খোঁজে,
তুমি তো নিথর স্মৃতি,
স্বপ্ন যেমন আসে.....
✍️ রীতার কলমে।