একটা জীবনের সত্তা কেউ বিকোতে চায় না।
সেদিন... সেদিন, গাছের কাছে সবুজ চাইলাম,
গাছ হেসে বললো তোকে সবুজ দিলে আমি তো বুড়িয়ে যাবো,
ঝরে পড়বো, মলিন হবো, শুকিয়ে যাবো,
তোর নি:শ্বাসে বিষ পিঁপড়ের কামড়ের চাইতে ও ভয়ংকর পতন বয়ে বেড়াবে!
আমি শুকিয়ে গেলে তোর ওই সবুজের কোন দাম -ই তো থাকবে না,
পাখিরা ছুঁই ছুঁই খেলবে না, ঘর বাঁধবে না, শিশির গান গাইবে না,
প্রানীরা ছায়া পাবে না,চাষিরা ফসল পাবে না!
তুই কি নিয়ে বাঁচবি?
শুধুই হলুদ রঙের রূপকথার ফুল,ফল আর আধপোড়া শুকনো পাংশুটে কিছু ডালপালা?
সেই নিয়ে কেউ বেঁচে থাকতে চায়?
যদি চায়, তাহলে তুই তোর যৌবন আমায় দিয়ে যা, সবুজ নিয়ে যা!
নাহলে তোর মন টা দিয়ে যা, সবুজ নিয়ে যা...
উলোটপালোট এই আকাশে ভেসে দেখি! তোর মনের গহীন বনে আমার কি কি হয়?
আমার সবুজ তোর মন টা ছাড়া তোরও কি কি হয়?
পিছিয়ে এসে আয়নাতে এক ছবি দেখি।
সবুজ রঙে রঙিন হয়ে মন ছাড়া এই শরীর টাতে আলগা হাওয়ার স্পর্শ ভারী।
মন টা-ই নেই, সবুজ নিয়ে করবো টা কি?
পাখিরা আর গাইবে না গান, হলুদ ফুলে সুগন্ধী নেই, চারিদিকে মরুভূমি,
কেমন দেবো এই মন টা রে?
গাছ হেসে কয় - নিজের সত্তা সামলে রাখিস,সেটাই তোর চরম পাওয়া,
কে কি বলে, কি এসে যায়? তুই তো বাঁচিস তোরই ভেলায়।
একটি জীবন দু-হাত ভরে নিজের মত বেঁচে থাকা,
হোঁচট খেলেও উঠে দাঁড়াস আমার মত সবুজ হয়ে মন টা নিয়ে,
এটাই জীবন, এই সময়ের সঙ্গে দুটো এপিঠ ওপিঠ স্বপ্ন ভাঙে,
কি এসে যায়? নতুন যখন সকাল আসে পাখি হাসে, ফুল ও খেলে, শিশির গুলো ছুটে বেড়ায়...
ভুল বুঝলি ??
না... রে, খুব বেঁচে নে এই জীবনে।
একটাই এই জীবন ভেলায়, যত খুশি খুব কেঁদে নে, যত খুশি খুব হেসে নে,
তোর সত্তা তুই খুঁজে নে,
আর একটু ভালোবাসিস, নিজের যত্ন নিজেই করিস,
আপন খেয়াল সমুদ্রেতে ভাসিয়ে দিয়ে মুচকি হাসিস,
তারপরেতে একটু করে নিজেই নিজের খেয়াল রাখিস।
✍️ রীতার কলমে।
.............................