‌➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤✆


অপেক্ষা বড়ো কঠিন সময়ের ওপার।
কিছু যেন সরে যাচ্ছে!
ভাঙছে, ভীষন সুন্দর অধরা, হয়তো ব্যাকুলতা।
দলা পাকানো বটগাছ দিঘির দিকে ঝুঁকে আছে -
কি এক তপ্ত শ্রান্ত রবিরে ছোট্ট আবেদনের ঝুড়ি,
এত অভিমান নিয়ে চলে গেলে!
কত গুলো সময়ের সংগে যুদ্ধে সামিল হলাম,
পাহাড় প্রমাণ যন্ত্রনায় ডুব দিলে- যেন নীলাদ্রি আর নীল জলরাশির নগ্নতা।

অগোছালো এলো বিকেলের গোধুলির বেলায়
কত ফুল ফুটে ঝরেও গেলো,
তবুও তুমি ফিরলে না প্রথম দেখার মতো।
উপেক্ষা কে পিছনে ফেলে হেঁটে চলেছি স্মৃতির পাতায় সতর্ক পা ফেলে,
যদি ফিরে আসতে...
আলীঙ্গন হোত নতজানু কিংবা আভূমি,
এই যে নিরুদ্দেশের দুপুরে কঠিন ঘূর্ণির চোরা চাহনি -
আগাম ঝড়ের চঞ্চলতা,
তোমাকে চোখে হারানোর অসুখে ভুগছি।

তোমাকে একটু একটু করে ভুলে যাচ্ছি,
তোমাকে আর মনেই নেই আমার,
তুমি কি আর টের পাচ্ছো সেই ক্ষয়ে যাওয়ার?

যেভাবে তোমার চিঠি আসার কথা ছিলো,
প্রতীক্ষাতে রক্তপাতে কাঁসরঘণ্টা বাজিয়েও
আজও.. এলো বড্ড অগোছালো আঁচলে বাঁধতে থাকি অপেক্ষায় ,
তবুও তোমায় আমি ভুলে গেছি, ভুলে যাচ্ছি -
জানো কি সে কথা?....

............................
✍️ ⇨রীতার কলমে।