- এই যে বুড়ো, কানে কালা,শোনো মন'টি দিয়ে,
থাকবো না আর তোমার সাথে- করবো নতুন বিয়ে!
কত্ত কত্ত সুন্দর সব,নতুন নতুন ছোঁড়া -
বলছে ভালো বাসে আমায় - ভীষন আবেগ ভরা।
অনেক হল ঘরসংসার - শুধুই খুঁত টি ধরো,
ভালো তো আর বাসো নাকো,একাই ঘরটি করো।
হিরের আংটি,কানের পাশা,গলায় ছ'-টা হার-
দুটো গাড়ি,একটা বাড়ি,কি এমন বাহার ?
বাতের ব্যাথা, শ্বাসকষ্টে মলম দাও বা জানি,
সে তো বাপু সবাই করে,নতুন কি আর শুনি?
মাস'টি গেলে দুটি হাজার যে টাকাটা দাও-
আমি তো বাপু গুছিয়ে রাখি তুমি ই তো সুদ নাও।
রইলো তোমার ঘটিবাটি,রইলো তোমার ওষুধ
ফ্রিজের মধ্যে ঠান্ডা খাবার,বুঝে খেও বাপু।
থমথমে মুখ গিন্নী মশাই'র,মিচকে হাসে বুড়ো-
" শোনো বুড়ি, যাও চলে যা-ও - কি আর বলি বলো?
একগোছা ফুল নিয়ে এলাম- খোঁপায় দেব ভেবে,
দিয়েই দেব মালতী কে,ভালই মানাবে।
অফিস ফেরত যুদ্ধ করে আড্ডা ছেড়ে ছুটতাম,
বউটা আমার আছে একা সেটাই বেশি ভাবতাম।
ছেলে মেয়েটা বিদেশ গেল,দু-জন থেকে গেলাম-
খুনসুটি আর ঝগড়াঝাটি, নতুন কি-ই বা পেলাম?
আমি-ও দেখি নতুন প্রেম নতুন ভালোবাসা -
শেষ বয়সে জমবে টা বেশ নতুন নতুন আশা।"
" মিনসে বুড়ো লজ্জা তো নেই,যা তা বলে যাচ্ছো-
পরীক্ষাটায় ডাহা যে ফেল সেটা বুঝতে পারছো??"
বুড়ো হেসে কয় " ওগো মোর প্রিয়া,সারাটা জীবন দিলে-
কেন চোখে জল- ভালোবাসো মোরে- ভালো বাসা টা-ও যে নিলে।
আর ক'টা দিন-প্রেম ভরে দিও,তুমি ই যে আমার আশা-
এসো গড়ে তুলি নতুন জগৎ -আমাদের ভালোবাসা।।
..............................
✍️ রীতার কলমে।