খানিক বৃষ্টি হলো, চারিদিকে দোল লাগানো স্নিগ্ধ ভালোবাসার দিবাস্বপ্ন।
মন্দার.....
মনকে বিশ্রাম দিতে চাই, বড্ড আলুথালু পোড়ো বাড়ির মতো।
ছুঁতে গিয়েও নি:শ্বাসে তৃষ্ণার মারণসম দোটানা সংশয়!
বৃষ্টিভেজা ক্ষীণ স্মৃতির পাহাড় বড্ড আলগা বাঁধনে অনিশ্চিত।
হাতে হাত রাখার মত এক অনুভুতির খুবই প্রয়োজন। স্বপ্নে নয়, অগোচরে তার সাথে মনের বিনিময় ঘটুক,
ঝরে পড়ুক ভ্রম্মান্ড -
অশ্লীল হোক যত জমা ঝরা পাতা,
সে এক অনাবিল আনন্দের শান্তি, এক সমুদ্রের গভীরতা যেখানে অমিল বা আকুলতা অসম্ভবের সহায়-
শুধুই অনুভূতির তীব্রতা, ছোঁয়া নেই নগরের ফটকের ফাঁকে ফাঁকে!
নেই কোন অদৃশ্য আকাঙ্ক্ষার কথা!
মন্দার -----
এসো ছুটে চলি ওই নীরবের নিভৃতে-
পারবে না??
মন্দার...
শুনছো...
শুনতে পাচ্ছো তুমি??
মন্দার.....
....................
✍️রীতার কলমে।
#poem
#everyone
#friends
#highlight
@highlight
Panch Foron
Reeta Bhori