#মন্দার
#শুভনববর্ষ
#শুভ_পহেলা_বৈশাখ
#everyone
- তারপর?
- কি তারপর?
- কেমন করে কাটছে তোমার পুরনো থেকে নতুনে?
- এভাবে কি বোঝানো যায় বলো!
- হুম, চাইলেই হয়তো যায়। তুমি বলবে আমি শুনবো।
- সব কিছু কি বলা যায়? কিছু তো বুঝে নিতে হয়। ঝকঝকে সোনালী দিনে ও গুটিগুটি পায়ে বসন্তদিনের মতন মেঘ ভাঙা বৃষ্টির মত্ত দোলা শরীর জুড়ে অবসাদে ভাসে। বছর ঘোরে প্রতি- ক্ষনে, আমরাও সময়কে আঁকড়ে নতুন কিছু ভাবতে থাকি। কিছু তো ঘটে আর সব স্বপ্নের দামামায় বাজতে থাকে।
- কিছু পুরনো স্মৃতির পাতায় কবিতা জমে না তোমার?
- স্মৃতি তো জমার খাতাতেই থাকে। পলক গুলো স্মৃতি হয় প্রতি সেকেন্ডে, চলছে সব নিত্যনতুন ঢেউয়ের দোলায়, জোনাকি গুলো বুঁদ বুঁদ আলো জ্বেলে যায়... স্মৃতি হয় প্রত্যেকটা মূহুর্তের অজানা না-জানা অচেনা কাব্য। মেঘে মেঘে বেলা বাড়ে... চেয়ে দেখো নতুন বছরের নতুন দিন ক্রমশ কেমন পুরনো হতে শুরু করেছে, আমরা কতটা নতুন হলাম সেটাই মাপতে হতো! হয় না জানো! মানুষ মানেই মনের ঠাসাঠাসি, তাই ওই গাদাগাদি ভীড় ভীষণ বিষম মাকড়ষার বুননের কাটাকুটি মসলা। এত সহজে দিন আর ক্ষনের মত পরিবর্তন হয় না, না। আবার পাল্টাতেও বেশি সময় ও লাগে না। তাই উপভোগ করো নিজেকে, বিলিয়ে দাও স্রোতের পালে। নতুন কে বরণ করো।
এসো মন্দার, শপথ করি-
সকল প্রাণে আসুক দোলা, ভালো কাটুক সারা বেলা। হৃদয় থাকুক হৃদয় জুড়ে, গোপন থাকুক উপত্যকা,
নতুন সবই হোক না শুভ,
ভালো কাটুক সারাবেলা। ❤️🩹
✍️রীতার কলমে।