মন্দার,
চারিদিকে শুধু আর্তনাদ, পারো না সামলে নিতে! তোমার পরশে বসন্তের প্রথম প্রেম নতুন রঙে রঙিন হতো। বুকের বাঁ পাশের কোনে তোমার একটু ভালোলাগা অনেক আর্তনাদের কারন। একটু না হয় ভালোবাসলে নদীকে। সে তো ক্ষীন কিন্তু খরস্রোতা পাথুরে নুড়িতে ভরা, তবু তার ও তো সাধ জাগে তোমার বুকে মাথা রাখার, বসন্তকে ছুঁয়ে দেখার। নির্মম তো তুমি ছিলে না, চৌম্বক শক্তি তোমার মোহন বাঁশির মত। সুরের মূর্চ্ছনায় কত ফুল বিকশিত হবার কথা ছিলো! শুধু তুমি প্রদীপ মহলে সোনালি মুক্তোর আসক্তি কমিয়ে কাছে টেনে নিও! কে বলতে পারে তোমায় ভালোবাসা ছোঁবে না! অজস্র বিলম্বিত লয় শুধু তোমার জন্য।।

✍️রীতার কলমে।