হৃদয়ের ভাঙনে বাঁধ দেওয়া যায় না। শুধু কলমের কালিই ফুরোয়।
চোখে আসে ঝাপটা ধুলোমাখা জল
রক্তাক্ত হয় হৃদয়, সে তো কোমল গান্ধার।
আজীবন বয়ে চলে খাল বিল নদী থেকে সমুদ্রের
নীলে।
তবুও রেশ রয়ে যায়,
বিদায়ের সুরেই হয়তো সেটাই বড়ো পাওয়া।
যতই কাঁদি রাতে, বালিশ হবে সাক্ষী।
জানবে না কেউ সেই রাত্রে ঘুম আসে নি চোখে-
রক্তাক্ত হৃদয় জুড়ে তবুও ভালোবাসি,
কলম জানে সব সত্যি টা-
মন ও জানে ভুল-
তবুও তুমি না বলে তোমার শরীরকে অন্য কোথাও রেখে চলে আসো এমন করে হুটহাট করে,
এর চেয়ে বেদনার আর কি আছে বলো?
এমন যদি তোমার হতো!
কি করতে?
কান্না পেত?
হারিয়ে যাওয়ায় চোখ ভিজতো?
কি বলতে? দু-চোখ ভরে তুমি -ই আছো!
উপবাসের আলোকচ্ছটা?
দু'পশলা ভাঙা বৃষ্টি আর শিউলি ফুলের নরম ছোঁয়া?
এমন আবার হয় নাকি?
আকাশ ডুববে অথচ তুমি ভিজবে না?
জলরাশির বিকেলগুলো সবার ক্ষেত্রে একইরকম,
একটু ফিরে আয়না দেখো-
আজও হৃদয় কোমল গান্ধার।।
........................
✍️ রীতার কলমে।