তুমি যদি পাখি হতে--
আমি হতাম খোলা হাওয়া, নীল আকাশে নীলাদ্রি আর নীল কমলের সুবাস রঙা।
এদিক ওদিক পাখনা মেলে দূর আকাশে দিতে তোমার অবাধ মনের বাঁধন হারা খুশির ছোঁয়া,
আমি তখন চুপ টি করে দেখতাম যে মন টি ভরে এক আকাশে আনাগোনা।
তুমি কি তখন ডাকতে আমায়? ছুঁতে তোমার মন চাইতো? এই যে তুমি উড়ছো, আমার খোলা হাওয়ায় ডানা মেলে?
কি বলতে!

- " আকাশ আবার তোমার নাকি?
এই আকাশে যে কেউ ওড়ে, দেখো চেয়ে দৃষ্টি মেলে, কেউ কারো নয়, শুধুই পরশ- একটু ছোঁয়া আর অভিনয়...
ছুঁয়েই যাবো ক্ষনিক তরে।
দূরে যাবো আরও দূরে- যতই তুমি রঙিন হবে,ফুটবে কুসুম মাটির পরে।
জন্ম নেবে দু- চারটে ফুল, আমার কি সব এ-সব মানায়?
আমি শুধুই উড়তে জানি আজ এ-ডালে, কাল ও- ফুলে।
যতই তুমি নীল কাননের নীলাদ্রি হও,অন্য পাখির খোঁজ ও রেখো,
সঙ্গ দেবে ঝরনা হয়ে তোমার সাগর ভরিয়ে দেবে। আমি তো এই আকাশ জোড়া বাঁধ বেঁধেছি,
শূন্য আকাশ একার আমার যেথায় খুশি রঙ মাখাবো মেলবো ডানা তেপান্তরে! "

তুমি যদি ভ্রমর হতে - আমি হতাম ফুলের সুবাস, মিষ্টি মৌ আর পাঁপড়ি হতাম,দুলতাম সেই রোজ বেলাতে...
মিষ্টি হাওয়া খেলতে এসে ছুঁয়ে যেত আমার শরীর, তুমি এসে গুনগুনিয়ে গান শোনাতে সন্ধে সকাল!
কি বলতে? অন্য কিছু? নতুন কিছু? ডাকতে আমায়? গান শোনাতে? সন্ধে সকাল বলতে আমায়...  ভালোবাসি?? নয়তো তুমি অন্যকিছু অন্যভাবে মন আঁকতে??...
  কি বলতে?
  ভালোবাসি???.....

- " হও-না তুমি হাস্নাহেনার স্বরলিপি, অদৃশ্য ওই ফুলের সুবাস দু'পশলা আলোক গন্ধা বাঁধন হারা -
- অগুনতি সব ফুলের গাঙ্গে বাঁধ ভেঙেছে সর্বনাশায়, মৌ বনেতে উপচে পড়ে শেষ প্রহরের মধ্যভাগে,
- গুনগুনিয়ে গান শোনাবো এক এক ফুলের সঙ্গ বুঝে। গোপন কলি আমার তরে ফুটবে কত অগোচরে,
- ছোঁয়াছুঁয়ির খেলা আমার ঊর্মিমুখর চোখে, সুগন্ধি তো ক্ষনিক ত্বরে।
- আমি শুধুই বাঁধনহারা, শূন্যে ঝাঁপাই সব অবেলায়,
- সপ্তরথী নকল গড়ের উতলা প্রান, আমি যে রোদ, আমি-ই তো মেঘ, আমি সবার প্রান ভ্রমরা-
- বাগিচার প্রেম অনন্ত রঙ, উজ্জ্বল দাগে কলঙ্ক আঁকি,
তুমি একাকী প্রহর কেন গুনবে বসে সারাটি দিন!
- এই অরণ্য,  এই তমতট উষ্ণ চূড়া রঙ ধনুর এই ফুলের মেলা-
- উত্তালে সব আলতো ছোঁয়ার পরশ মাখে আমার ছোঁওয়ায়,
মন চাহনির ফাগুন কেন বুকে রাখো?
- আমি হবো গুঞ্জরনের গুঞ্জরিয়ার অভিলাষা, এই মধুময়, এই মধুমাস গুন-গুন গায় বিরহ- প্রেম অনুরাগে-
- কার বিরহে বিরহিণী ঝুমকো লতা ওগো চাঁদবালি...
- গোলাপ হলেও ঝরবে পাতা, গাইবো কোথায়? বাঁধবো বাসা?
তাই তো যত কলি আছে গুনগুনিয়ে শোনাবো সুর- গানের কথা,বাসবো ভালো বিলিয়ে দেবো বারান্দার ওই জুন- জিনিয়ায়।
- বাজবে বেনু, কিঙ্কিণী নীল কুঞ্জ ছায়ায়, মাধুকরী বিলিয়ে দেবো মাতাল হাওয়ায়।
- তুমি শুধু স্পর্শ নিও!
যখন তুমি মেলবে ঠোঁটের মিষ্টি দোলায়... তোমায় ছুঁয়ে ফিরে যাবো দখিন হাওয়ায়.. গুনগুনিয়ে গান শোনাবো আর এক পাতায়।
এটাই আমি, জানোই তো সব...
আমার আমি,একলা আমি, যা খুশি তাই রচি আমি-
- দূরের সীমা বড়ই টানে, এক গগনেই অবাধ আমি। জানোই তো সব,  মিলন আমার মনের খেয়াল-
- তাই আকাশ জুড়ে পাখি হয়ে, ভ্রমর হয়ে কুঞ্জ খুঁজি।
- এই আকাশে ই আমি থাকি, ভালোবাসি ভালোবাসি', সপ্তরঙের রামধনু কে,
- এটাই আমি, ভালো বাসতে ছুঁয়ে যেতে পরশ মাখি।"

--------------------------------------------
✍️ রীতার কলমে।