অভিযোগ আর অভিমানের জন্ম আপনজনের কাছে শক্ত ঠান্ডা অনুভূতি।
দু'দল-ই ভাঙা আয়নায় দাঁড়িয়ে দয়ালু প্রেমময়,
যেন এক বিস্তর প্রাচীর প্রাচীন খেলা।
দু:শ্চিন্তায় যন্ত্রনা গুলো বড্ড অসহায় হরিণের মতো ফাঁকা স্থান খোঁজে!
বড্ড বেশি অমলিন বুদ্ধির খেলা,ধুলোয় লুটিয়ে যায় সম্পর্কহীন আকাঙ্ক্ষা।
চলো না, নৌকা নিয়ে সমুদ্রে পাল তুলি!
অতল গহ্বরে প্রবেশ করলে সহমর্মিতা অনুভব করতে পারি কিনা!
আমার অখণ্ড অনু উপন্যাসের পাণ্ডুলিপি তে কালি ঢালার আগে ভেবেছো কি, সমুদ্রের ঢেউ
সুবিশাল! তাকে শুধু তুমি একা ছুঁতে পারো না।
গল্পে নয় সম্পর্কে একটা বিস্তর প্রাচীর জন্ম হয়েছে।
চাঁদ গেছে অস্তাচলে, মলিন সকালের মিঠে রোদে অরিত্র যখন থৈথৈ,
চিনচিনে সোহাগের ব্যাথাটায় না-হয় তোমাকে ছোঁবো -ই না!
আজ অসমাপ্ত গল্পটার আত্মজীবনীতে পরিপূর্ণ,
অভিমান গুলো ছুঁয়ে দেখেছো কি চোখের পলকে?
একটু ছুঁলেই তো গভীরতা বাড়ে,
তোমার পলি জমা পাড়ে ভালোবাসা নয়, শাপলা ফুলের জল,
বৃষ্টি ঝেঁপে আসুক,রোজ একই যুদ্ধ সয় না যে আর;
কোন একদিন খুঁজতে গিয়ে হোঁচট খাবে হয়তো,
যদি হৃদয়াসন ব্যাথা করে, জানবে -
গল্পটা আজও বেঁচে আছে ।।
..........................................