ভেবে দেখো একটা আস্ত দিন শুধু তোমার মত প্রেমিকদের জন্য
পতাকা উত্তোলন হবে।
কেমন যেন হবে?
একটা বৃষ্টি মুখর দিন আর তুমি এবং খাতা -
আর, উদর ভর্তি কালি চোঁয়ানো পেন।
একটা কফির পেয়ালা সঙ্গে বছরের পর বছরের প্রেমিকাদের লিস্ট।
কোন দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই সেই জানালায় শুধু তুমি,
- তোমার না হিসেব মেলানো বৃষ্টির দৃষ্টি।
কবে কি কারনে কাকে যেন ভালোবেসেছিলে!
কত-শত মজার অনুভূতি চাঁদের আলোর দিকে তাকিয়ে নির্ঘুম গ্রিল জুড়ে ভালোলাগার বিহ্বলতা
ছুঁয়েছিলে -
রাতজাগা তৃপ্ত চোখে ধুকপুক হৃদ স্পন্দনের দামামা, প্রেমিকার চোখে সাহসী বীরপুরুষ অথবা
খোলা চুলের মেঘ বৃষ্টির শপথ?
কার চোখে সাহসী,কার চোখে লাজুকপ্রবন,কার চোখে কেয়ারিং অথবা কারো চোখে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ!
ভেবে দেখো সেই দিন টা শুধু তোমার মত প্রেমিকের জন্য...
টেলিফোনে ঘুম জড়ানো স্মৃতি কিংবা সিগারের তৃপ্ত নিশ্বাসে নিকোটিনের সুগন্ধি,
অজস্র কলমের আঁচড় কিংবা কীবোর্ডে মন ভোলানোর টাইপিং!
একটু ঘেঁষে বসার প্রতিশ্রুতি অথবা বৃষ্টি কে ছুঁয়ে দেখার জন্য মেঘের কাছে আকুতি!
একটা লিস্ট, যেখানে তোমার অজস্র অজানা অচেনা প্রেমিকাদের জং ধরা প্রতিশ্রুতি পুরনো খামে বন্দী,
ধুলো হয়ে ঝরে পড়ে আছে রাত জাগানো সম্পর্ক!
একটা লম্বা লিস্ট....
পুরনো পোড়া পোড়া লাশের গন্ধ...
যেখানে ভালোবাসার জুঁই আর গোলাপের সুগন্ধি মাখতে!
ঠিক অন্য অগোছালো আর একটা গল্পকে কাছে পাওয়ার তাগিদে-
এক এক জনকে ছুঁড়ে ভাঙার গল্প-
শুধু এমনই একটা দিন, যে-দিন টা পতাকা উত্তোলন হবে শুধু তোমার মত প্রেমিকের জন্য।
(এই কবিতায় একই ভাবে প্রেমিকার উদ্দেশ্য ও লেখা যেতে পারে,যারা যেমন ভুক্তভোগী অথবা কলম ধরতে পারেন।😊)
.............................
✍️ রীতার কলমে।