*°°°°******°°°°******

তিতলি যদি পাখি হতো দূর আকাশে,
পাখনা মেলে আকাশের ওই নীল নীলিমায়-
ডানা মেলে সূর্য স্নানে নিজেকে সে ভিজিয়ে নিত।

তিতলি যদি আকাশ হতো?...

একটা দু'টো পাখনা মেলে আমিও দিতাম ডানা মেলে-
ছুঁতাম তাকে, বলতো আমায় হয়তো ডেকে -
" একবারটি জিরিয়ে নে না, সবুজ ঘাসের হৃদয় ছুঁয়ে!
একে বারেই ডানা মেলে অনেকটা পথ যায়না ওড়া।"

ঝুঁঝকো সাঁঝে নিঝুম রাত্রি নামে যখন আকাশ জুড়ে,
তিতলি তখন আঁধার আকাশ ভীষণ রকম গায়ে মাখে।
হৃদয় জুড়ে মেঘলা মোড়ক দিনের পরে ঢেকে রাখে-
আলতো আঁচল বুকের ভিতর হৃদয় টাতে আলগা রাখে।

তিতলি,.... তুমি আঁখি দু'টি খোলা রেখো -
দিগন্ত ওই দাগিয়ে যাওয়া পাহাড়চূড়ায়,
মিশেছে সে কেমন দেখো!
নুড়ি ভরা এবড়ো পথে ঘাস মাড়িয়ে
দু'জন মিলে পাড়ি দেবো - হৃদয় নামক সমুদ্রেতে -
একটা দু'টো হলুদ পাখির দেখা পাবো,
সঙ্গী হবো যে যার মত,
তিতলি তুমি আকাশ হয়ো, আমি হবো ওই কাননের কুঞ্জবাটী,
তুমি এসে বলবে - " আমি তোমায় বড় ভালোবাসি"-
আমি হবো উতাল তখন, উড়িয়ে নিয়ে পাখনা তোমার লাজে ভরা মুখের পানে -
নীল গগনে দু-হাত আমি ছড়িয়ে দেবো -
বলবো... তোমায়.............................."-"।

.......................................

✍️ রীতার কলমে।