এভাবেই দিন ফুরোয়-
যদি মুছে ফেলো সব ধুলো, মুছে ফেলো লাল রঙ -
ভরা শ্রাবণেরর বিদায় বেলায় জেনেছো যে কথা,
ছিঁড়ে গেছে যে সুর তোমারই নখে-
বাজবে বীভৎস বীনা সেতারের সুরে,
যা কিছু ঘটুক না কেন শ্রাবণ তো আসবেই!
তুলসী তলা থেকে শুরু হল ভেজা,
মেঘ গুড়গুড় চোখ ভিজছে, ভিজছে তুলসী তলা ও...
একটু একটু করে স্তিমিত চিংগার ভিজে হবে ছাই-
যতই ছাউনি তলায় থাকো তুমি--
শ্রাবণ তো আসবেই....
ভিজবে এই বরষায় স্মৃতির পোড়া দাগে!
একা তুমি...
তুমি -ই একা...
সেই শ্রাবণের ভরা কলসিতে বার বার ডুব দেবে-
শঙ্খ বাজবে...
চিৎকার করে বলবে তোমার সারা অঙ্গে এত আবীর কেন??
তোমার সাম্রাজ্যের ভাষা খরচ হবে দগদগে রাত্রির সাথে বিনিদ্র রজনীতে ইতিহাসের কথা-
অস্তিত্বের বিষাক্ত ভূমিতে পরিনত হবে তোমার উলোট পালোট ক্ষন!
টুপটাপ পতনের পরও তুমি অশান্ত হবে-
শ্রাবন কিন্তু আসবেই....।
..................
✍️ রীতার কলমে।
@highlights