জানিনা এ কোন জাদু
কী মায়া সে জানে?
টানিয়া আনিছে মোরে
এ কোন কাননে?
যেদিকেই চোখ যায়
শত পুষ্প দলে,
ঢাকিয়া দৃষ্টি মোর সে
লুকায়ে আড়ালে !
শুধুই সুবাস তার
বহিছে বাতাসে,
যেন তার মাদকতা
ভাসিছে আকাশে !
শুধু তার উপস্থিতি
অনুভব করি,
তবু তার দেখা নাই
যেদিকেই ফিরি ।
বারেবার, কোন খেলা
সে খেলে মোর সনে ,
নিরস্ত্র আমারে আনি
নির্জন মায়া বনে।
এ কোন ব্যাঙ্গ হাসি সে
হাসে মোর তরে
সহস্র বীণার সুর
বাজে তারি স্বরে ,
সব দিক হতে আসি
ঘিরে মোরে ধরে।
অজস্র শঙ্খনাদ
গুঁজিয়াছে বনে,
দেবাস্ত্র হাতে আজি
নমিয়াছি রণে।
অজেয় হৃদয়ধনু
তুলি ঊর্ধ পানে ,
প্রেমের এ গীতিবাণ --
গাঁথবো তারি মনে।
©️ Rajkumar Kar