ঘুম হীন দুই চোখ , নিঝুম নিশা __
স্মৃতির প্রদেশে মন হারায় দিশা ।
অতীতের কোনো ক্ষণে
ঘন কালো তপোবনে
একা বসে আনমনে -
                      নামে হতাশা ।
নিশীথে'র বুক চিরে ঝরে কুয়াশা।

সাঁঝে'র প্রথম দীপ _
বিধাতা'র দেয়া ঠিক...
ধ্রুবতারা -- বুঝে নিক ..
                         মনের দশা।
আলোর আবেশ মনে জাগায় আশা।

আলেয়ার রং দেখি
জোনাকির ঝিকি মিকি...
শিকারী চোখেও এক-ই ---
                           আলোর বাসা।
রাতের আঁধারে লাগে আলোর নেশা।

রবি'র আগুন রূপ___
রক্তিম অপরূপ
সাত রঙে দেয় ডুব...
                      মন সহসা।
ভানু'র কিরণে ভাঙে --- বিষাদ তমসা।