তার  ডাক নাম " যেথা হয় ভোর "
       তাকে স্বপ্নে দেখি রাত ভর
       তার ভাবনায় ডুবে থাকছি --
       এ দিন রাত তাকে চাইছি ।
      
       সে কী চায় যে? মন খুঁজছে
       তার মধ্যেই আরো ডুবছে ।
       তাকে প্রেমের ছন্দ বোঝাব
        রংতুলিতে কবিতা সাজাবো।



এক-রহস্য তার বায়না
প্রেম-অনুভূতি সে চায়না।
চায় অর্থের সাহারা সিন্ধু
প্রেম চায় না সে এক বিন্দু!

পোষায়নি এই মুখ তার ,
সে চাইছে কোনো তারকার।
তাই ভাবলো আমাকে নিঃস্ব
নয় চাইছে সে সারা বিশ্ব।

যেন তার প্রাপ্য সর্বেসর্বা
আমি বিছুটি আর সে দূর্বা!
নিঃশব্দে সে করে চিৎকার --
" হৃদ-রক্তে " রাঙা ঠোঁট তার!

কোনো বিষ গাছ হৃদয় ঢাকছে ,
     মৃদু শব্দে তে স্নায়ু ছিঁড়ছে।
      তার সব পথ বদলাচ্ছি
      তাকে ভুগছি তাকে ভুলছি।

      সে যে স্বপ্নে আবারো আসছে
      কী সে দেখছে? কেন হাসছে?
      এ কী দোষ তার নাকি ভাগ্যের
      সে কী বাস্তব? নাকি কাব্যের?
    
       চায় যা কিছু সব পাক সে
       হৃদয় কেন , খাক প্রাণ সে !
       প্রেম দান করে আমি শান্ত
       বিষ পান পরে -- নীলকান্ত !!
      


©️ Rajkumar Kar .