তুমি ফিরে এসো
ঐ সকালের রোদ্দুর হয়ে,
আলোর স্পর্শে মুছে দাও সব
অন্ধকারের যত ক্লান্তি বয়ে।

তুমি ফিরে এসো-
মেঘলা দিনের নরম হাওয়া হয়ে,
মনের কোণে ছড়িয়ে দিও
শান্তির সুর যেন প্রাণ ভরে।

তুমি ফিরে এসো-
বৃষ্টির প্রথম ফোঁটা হয়ে,
ভিজিয়ে দাও হৃদয়ের মাটি,
জাগাও ভালোবাসা সজীব হয়ে।

তুমি ফিরে এসো-
গোধূলির রঙে আকাশ রাঙিয়ে,
শান্ত সন্ধ্যায় বলব কথা,
অভিমান ভুলে তোমায় ছুঁয়ে।

তুমি ফিরে এসো-
রাতের তারার মৃদু আলো হয়ে,
চোখের পলকে দেখব তোমায়,
স্বপ্নে আঁকা এক রহস্য হয়ে।

তুমি ফিরে এসো-
বসন্তের কোকিলের গানে,
তোমার মধুর সুরে হারিয়ে যাবো,
যেনো জীবনের সুখের বাগানে।

তুমি ফিরে এসো-
চাঁদের জ্যোৎস্না হয়ে রাতে,
আমার আকাশে তোমার আলো,
থাকুক পাশে প্রতিটি প্রাতে।

তুমি ফিরে এসো-
সুগন্ধি ফুলের কোমল সুবাসে,
হৃদয় জুড়ে সাজাও দুনিয়া,
যেন ভালোবাসা ছড়ায় আকাশে।

তুমি ফিরে এসো-
শীতের নরম কুয়াশা হয়ে,
আমার মনকে ঢেকে রেখো
তোমার স্পর্শে সিক্ত করে।

তুমি ফিরে এসো-
মনের সুরের একটিমাত্র তান হয়ে,
জীবনের পথের সঙ্গী তুমি,
চিরকাল থাকবে হৃদয়ে বাঁধা হয়ে।

তুমি ফিরে এসো-
তুমি ছাড়া সবকিছু শুন্য লাগে,
তোমায় নিয়েই আমার জীবন,
তোমার জন্যই সবকিছু সাজে।