স্নিগ্ধকান্তি, মায়ার আলো,
তোমার চোখে চাঁদের পালো।
গভীর রাতে স্বপন বুনো,
হৃদয় জুড়ে সুখের ধনু।
পুষ্পরানি, কোমল তুমি,
সুগন্ধ ছড়াও যেথা ভূমি।
তোমার হাসি মাধবীলতা,
ছুঁয়ে যায় প্রাণ, বাজে সুরলতা।
চাঁদনীবিলাসিনী, রূপের রানী,
তোমার ছোঁয়ায় মনটা টানী।
হিমযৌবনা, ঠান্ডা বাতাস,
বিরহ রাতের একমাত্র আশ্বাস।
সুধাবীণা, সুরে মোহনা,
তোমার কণ্ঠ স্বর্গের বীণা।
তনিমা তুমি, স্বপ্নে আসো,
পঙ্খিরাজিনী, ডানা মেলাও।
শরৎলতা, শুভ্র সাজ,
প্রেমের দেশে তুমি আজ!