তুমি
কী অপূর্ব মোহনীয় ;
শরৎ পূর্ণিমা !
তুমি
স্নিগ্ধ-নির্মল সকল পাখিদের ;
গান !
তুমি
শ্রাবণের রাতে ঝরা অবিরাম ;
বৃষ্টি !
তুমি
অর্কিড ফুলের পাপড়ির ন্যায় ;
কাশ্মীর মত শীতল !
তুমি
প্রথম প্রেম ;
মনমোহিনী স্বর্ণলতা !
তুমি
প্রেমের সাগরের মুখে রংধনু রঙে গোলাপ আঁকা ; মোহনী হাসি !
তুমি
পিতার কোমল মায়া ;
স্নেহাতুর মায়ের আশীষ,ভাইয়ের আদর ;
প্রিয়তির দৃষ্টি !
তুমি
ফুল-বাগানের রক্ষিত ;
ঐ গোলাপ !
তুমি
এলে রক্তিম ডালিয়া ফুলের ;
সৌন্দর্য স্পর্শ !
তুমি
গোধূলিবেলা শেষে নামহীন প্রেমিকের ;
অসমাপ্ত এক গল্প !