এত মায়া কেন, ঐ চোখের ভাষায়?
তোমার ছোঁয়াতে প্রাণ মেতে আশায়।
সত্যের থেকেও যে রূপটি দেহি,
কল্পনায় তুমি তার চেয়েও বেশী!
তোমার হাসিতে চাঁদ লাজে মরে,
রাতের তারা ঝরে আঁধারের কোলে।
সাগরের ঢেউ বলে গুনগুন সুরে,
"তোমার রূপই যে প্রাণ টানে দূরে!"
বাতাসও গায় যে তোমারই গীত,
গভীর শ্রাবণে বাজে সুর মধুরিত।
নীল আকাশ বলে, "সে চেয়ে রয়ে,
তোমার সে রূপ ছুঁতে যে চায়ে!"
সব রঙ ছড়িয়ে দেয় তোমার ছবি,
পাহাড়ও অবাক, সে তোই রবি!
বাস্তবে যেমনই হও তুমি প্রিয়া,
কল্পনার রঙে তুমি অপরূপা!