এখনো রাত জাগে ব্যথার টানে,
বেদনার সুর বাজে মনে মনে।
শূন্য হৃদয়, আঁধার আকাশ,
স্বপ্নগুলো ভেঙে যায় নিঃসন্দেহে লাশ।
এ ধরা চলে কোন অজানায়,
কার অপেক্ষায়, কার আশায়?
যে পথে হাঁটি, সে পথ নীরব,
স্মৃতিরা শুধু বাজে নিরবধি রুদ্ধস্বরে রুদ্ধরব।
সত্য মিথ্যে একাকার আজ,
কে আপন, কে পর—বুঝতে না সাজ।
কে বা খোঁজে ভালোবাসার ঠিকানা,
স্বার্থের কাছে সবই অজানা।
আকাশে জ্বলে ধ্রুবতারারা,
কেন জানি তবু আঁধার ঘেরা।
তারা কি জানে কারো ব্যথা,
নাকি তারাও বোঝে না পথের কথা?
তুমি কি ধরা আমার নও?
তবে কেন ভুলের দায় শুধু আমায় দাও?
কেন বিষাদ জড়িয়ে রয়,
হৃদয় কেন আজও রক্ত ঝরায়?
তোমার তরে পথ হারিয়ে,
বেঁচে থেকেও মরে যাই ধীরে।
তবে কি তুমি আমার নও?
ওই ধ্রুবতারায় জবাব দাও!