রাতের তারা বলে কাহিনী,
তোমার পথে ছিল যে চাহিনি।
পাখির গানেও শুনি প্রতিধ্বনি,
তোমার আসার খবর আনিনি।

পথের ধুলো চেয়ে থাকে স্থির,
পদচিহ্ন খুঁজে যায় অধীর।
হাওয়ার কাঁপনে ভাঙে হৃদয়,
তোমার ছোঁয়া চায় মনের মেঘরায়।

সন্ধ্যার আলো আঁধার খেলে,
অপেক্ষার দিন মনে মিশে চলে।
তোমার ছায়া কি আসবে ফিরে?
নাকি হারাবে স্মৃতির নীড়ে?

প্রতিদিন গোনা যায় আশা নিয়ে,
বিরহে মিশে প্রেমের প্রাতে।
তোমার পথ চেয়ে আছি চুপ,
বিরহই সাথী, অপেক্ষা অশেষ রূপ।