শোন ওগো মেয়ে, হ্যাঁ, তোমাকেই বলি,
আমার কবিতা সেরা, দুনিয়া জানে চলি।
তোমার সে প্রাসাদ, সোনা-রূপায় গড়া,
আমার এক লাইনেই হার মানে সব সাড়া।
গোটা দুনিয়া নয়, তার চেয়েও বেশী,
আমার কবিতা যেন হৃদয়ের রেশী।
হরফে হরফে আছে মাধুর্যের ঝরনা,
তোমার চোখে তার আলো পড়বেই করুণা।
শোন ওগো রাণী, রাগ করোনা বেশী,
কাব্যই আমার ধন, এটাই স্বর্গদেশী।
আমার কবিতার ছোঁয়ায় হৃদয় দেয় সাড়া,
ফালতু কথা কেন? সময় কি আর আছে বেহিসাবী হারা?
আর যেন শুনিনা কবিতার খবরদারি,
আমার কাব্য মানেই দুনিয়া সেরার সারি।
আর যদি কভু বল, কাব্য লেখার মানা,
তবে দেখবে কেমন হয় কাব্যের ঝড়ের হানা!